মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :
নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার টিকিট যাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ মে) বিকাল ৪টা ৩৫ মিনিটে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের নাম চূড়ান্ত হয়। দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
চট্টগ্রামের বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপের পর অবশেষে যারা দলীয়ভাবে নৌকার টিকিট পেলেন তারা হলেন- পুকুরিয়া ইউনিয়নে মো. বোরহান উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নে মো. জসিম হায়দার, সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন, গণ্ডামারা ইউনিয়নে জাহেদুল ইসলাম চৌধুরী মার্শাল, চাম্বল ইউনিয়নে মুজিবুর রহমান চৌধুরী, শেখেরখীল ইউনিয়নে মো. ইয়াছিন সিকদার, ছনুয়া ইউনিয়নে মুজিবুর রহমান ও পুঁইছুড়ি ইউনিয়নে জাকের হোসেন চৌধুরী বাচ্চু।
বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য ৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সামগ্রিক দায়িত্ব পালনের পাশাপাশি বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাহারছড়া, কাথরিয়া ও কালীপুর ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এছাড়া পুকুরিয়া, সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নের দায়িত্বে থাকবেন রাউজানের অরুন উদয় ত্রিপুরা, পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়নে কোতোয়ালীর মেহেদী হাসান, বৈলছড়ি, সরল ও চাম্বল ইউনিয়নে পাঁচলাইশ থানার রকর চাকমা এবং শেখেরখীল, শিলকুপ ও গন্ডামারা ইউনিয়নে চন্দনাইশ থানার নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
নবম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে।
বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে প্রথম বারের মতো এবার ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।