Top
সর্বশেষ

চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৩

১৪ মে, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের নগরীর ডবলমুরিংয়ে ৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৩ মে) নগরীর ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী সদরের হালদার বাড়ির মৃত হানিফের পুত্র মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, কুমিল্লার লাকসাম থানার রায় গোবিন্দপুরের মৃত বজলুর রহমানের ছেলে মো. জয়নাল আবেদীন ও খাগড়াছড়ির দীঘিনালার রাঙাপানিছরার পূতি চাকমার ছেলে রুপন চাকমা শ্যামল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে একটি কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত আমদানীনিষিদ্ধ কথিত কোবরা সাপের বিষগুলো জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। গ্রেপ্তাররা পরস্পরের যোগসাজশে আমদানিনিষিদ্ধ কোবরা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসে এবং বিপুল পরিমাণে অর্থ লাভের চেষ্টা চালায় বলে স্বীকার করেছে। এসময় তাদের কাছ থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণার অংশ হিসেবে ঝাঁড়ফুক,তন্ত্রমন্ত্র ও বৈদ্যালি বিষয়ক উপকরণ জব্দ করা হয়।

শেয়ার