Top
সর্বশেষ

কোম্পানীগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধার

১৪ মে, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে মমতাজ  (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। 
শনিবার (১৪মে)  বিকেলে রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত মমতাজ বেগম ওই বাড়ির ইউছুফ নবীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মমতাজ  পারিবারিক বিষয় নিয়ে নিজের মা-বাবার ওপর অভিমান করে। এরপর কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে ধান খেতে ব্যবহার করা কিটনাশক পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর পারিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, মমতাজ বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার