Top
সর্বশেষ

মানব সম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে: মোস্তফা জব্বার

১৪ মে, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
মানব সম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে: মোস্তফা জব্বার
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পশ্চাৎপদ ময়মনসিংহকে বদলে দেওয়ার জন্য মানব সম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে পারলে ময়মনসিংহ অঞ্চলকে পৃথিবীর শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার উদ্যোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার ছিল প্রযুক্তি বিমুখ সরকার। তা না হলে বিনামূল্যে পাওয়া সাবমেরিন ক্যাবল হাত ছাড়া হয়। পরে বিপুল পরিমান অর্থের বিনিময়ে সেই প্রযুক্তি নিতে হয়েছে। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমেই এই জনপথকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সভায় ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি ম. হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ অন্যরা।

 

শেয়ার