Top
সর্বশেষ

মাগুরা জেলা আ-লীগের সভাপতি ফাত্তাহ সম্পাদক পংকজ কুমার কুন্ডু

১৪ মে, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
মাগুরা জেলা আ-লীগের সভাপতি ফাত্তাহ সম্পাদক পংকজ কুমার কুন্ডু
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় দীর্ঘ ৭ বছর পর আজ শনিবার জেলা আওয়ামীলীগের সম্মেলন থেকে আফম আব্দুল ফাত্তাহকে সভাপতি ও পংকজ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল থেকে শহরের নোমানী ময়দানে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়।

সকালে পতাকা উত্তোলন কমিটি বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত থেকে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা। সম্মেলন শেষে নোমানী ময়দান থেকে নতুন কমিটি ঘোষণা করা হয় । সর্বশেষ ২০১৫ সালের ৮ মার্চ মাগুরা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার