Top
সর্বশেষ

মাগুরা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৪ মে, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
মাগুরা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন বলেই দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

আজ মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সম্মেলনের উদ্ধোধন ঘোষণাকালে এসব কথা বলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহাব, সংসদ সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য পরভিন জামান কল্পনা, মাগুরা জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশকে গতিশীল ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহবান জানান।

শেয়ার