Top
সর্বশেষ

ফরিদপুরে চার হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ

১৪ মে, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
ফরিদপুরে চার হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বোতলজাত ও লুস মিলিয়ে মোট চার হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করেছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১২ হাজার টাকার জরিমানা ও একটি প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।
শোভারামপুর এলাকার ব্যবসায়ী কানাই লাল পোদ্দারেরগোডাউনে অভিযান চালায়। এসময় গোডাউন থেকে বিভিন কেম্পানীর ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ও ড্রামভর্তি ৮’শ লিটার লুস সয়াবিন তেল জব্দ করে।
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সোহেল জানান, হাজী শরীয়তউল্ল্যাহ বাজারে কানাই লাল পোদ্দারের দোকানে অভিযান চালাই। সেখানে তেল না পাওয়ায় তার গোডাউনে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। এর আগে হাজী শরীয়তুল্লাহ বাজারে খাদ্য দ্রব্য উৎপাদনকারীর নাম না থাকায় শিকদার ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পূজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার