Top
সর্বশেষ

ফরিদপুরে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

১৪ মে, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
ইয়াকুব আলী তুহিন, ফরিদপুর :

ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে বোতলজাত ও লুজ মিলিয়ে মোট চার হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করেছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১২ হাজার টাকার জরিমান ও একটি প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।

বানিজ্য মন্ত্রনালয়ের বাজার মনিটরিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর এলাকার ব্যবসায়ী কানাই লাল পোদ্দারের গোডাউনে অভিযান চালায়। এসময় গোডাউন থেকে বিভিন্ন কোম্পানীর ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ও ড্রামভর্তি ৮’শ লিটার লুস সয়াবিন তেল জব্দ করে।

ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সোহেল জানান, গোপন সাংবাদের ভিত্তিতে প্রথমে আমরা হাজী শরীয়তউল্ল্যাহ বাজারে কানাই লাল পোদ্দারের দোকানে অভিযান চালাই। সেখানে তেল না পেয়ে তার গোডাউনে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। তিনি বলেন, সব তেল গুলোই অনেক আগে মজুদ করা। কারন প্রতিটি বোতলে আগের দাম উল্লেখ করা আছে। তেল জব্দের পরে খবর দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীকে।

পরে লিটন ঢালী উপস্থিত হয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় লিটন ঢালী জানান, অভিযুক্ত ব্যবসায়ীকে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরীর অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী ১০ দিনের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, পরবর্তীতে তিনি যদি এমন কাজ আর করবেন না এই মর্মে মুচলেকা দেন তাহলে দোকান খোলার অনুমতি দেয়া হবে। একই সাথে জব্দ তেল সমূহ উপস্থিত জনতার মাঝে বোতলে লিখা দামে বিক্রি করা হয়।

এর আগে হাজী শরীয়তুল্লাহ বাজারে খাদ্য দ্রব্য উৎপাদনকারীর নাম না থাকায় শিকদার ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পূজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জব্দ তেলের ৫ লিটারের ক্যানে দাম লিখা ছিল ৭৬০ টাকা। ৭৬০ টাকায় ৫ লিটার সয়াবিন তেল পাওয়ার খবরে গোডাউনের সামনে স্থানীয় নারী পুরুষদের ভীর জমে যায়। পরে তাদের লাইনে দাড় করিয়ে তেল বিক্রি করা হয়।

 

শেয়ার