Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৪ মে, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শনিবার (১৪ মে) বিকেলে জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনীজ রফিক), যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা মবিনুর রহমান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওবায়েদ পাঠান ও সদস্য সচিব অ্যাড. হাসান শরীফ মোল্লা শনি, জেলা ছাত্রদলের আহ্বয়ক ইউসুফ রেজা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান। সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা সরকারের পদত্যাগ দাবি করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

শেয়ার