নোয়াখালী প্রতিনিধি :
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি।
শনিবার (১৪ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
একই সাথে চলতি বছরের ১ মে ঘোষিত সেনবাগ উপজেলা শাখা, সেনবাগ পৌরসভা শাখা এবং সেনবাগ সরকারি কলেজ শাখা কমিটি ও ১১ মে ঘোষিত নোয়াখালী সদর উপজেলা শাখা, নোয়াখালী পৌর শাখা, নোয়াখালী সরকারি কলেজ শাখা ও সোনাপুর ডিগ্রি কলেজ শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
এছাড়া জেলা শাখার নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ফৌজিয়া ইসলাম তামান্না ও সহ-সম্পাদক নুর উদ্দিন জিকোর কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় এই নেতারা নোয়াখালীতে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
জেলা কমিটি বিলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নুর উদ্দিন জিকো বলেন, ‘জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।’
সদ্য ঘোষিত বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘ওই কমিটিগুলো ঘোষণার আগে জেলার সভাপতি-সাধারণ সম্পাদক কেন্দ্রকে অবহিত করেনি। তারা নিজেদের ইচ্ছে মতই কমিটি গুলো ঘোষণা করেছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালী পৌরসভা ছাত্রলীগ, সদর উপজেলা ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার প্রতিবাদে
শুক্রবার (১৩ মে) বিকেলে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে একটি পক্ষ। এসময় নতুন ওই কমিটি পকেট কমিটি দাবী করে কমিটি বাতিল করে সকলের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি দেয়ার দাবী জানানো হয়।