Top
সর্বশেষ

মাগুরায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

১৫ মে, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
মাগুরায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা-যশোর সড়কের কাটাখালি শেখপাড়া নামক স্থানে দ্রæতগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঢাকাগামী ঈগল পরিবহন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরা শেখপাড়া নামক স্থানে আজ সকালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত ও অপর ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সাতক্ষীরা
জেলার রেহানা (২২) ও ইয়াসিন (১৭), চাদপুর জেলার কামরুজ্জামান (৩২) এবং যশোর জেলার তৌহিদ (৩৫)। দূর্ঘটনার পর উভয় যানের চালক পালিয়ে যায়। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার