বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় সাতক্ষীরার ভোমরা বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তেলেসমাতির বাজারে আমদানি বন্ধ থাকায় বিক্রেতারা নানান অজুহাত দাঁড় করিয়ে দেদারছে বাড়াচ্ছে পেঁয়াজের দাম। বেশ কিছুদিন ধরেই তেল নিয়ে হইচই চলছে। দফায় দফায় বাড়ানো হয়েছে দাম। এর মধ্যেই আবার মাথাচাড়া দিয়ে উঠলো পেয়াজ।
আমদানি বন্ধের অজুহাতে রাতারাতি এই পণ্যটির দামও বাড়ানো হয়েছে। সাতক্ষীরা জেলাজুড়ে প্রতি কেজি পেঁয়াজে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকারের কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনা মোতাবেক পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গত এক সপ্তাহে পেঁয়াজের কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারসহ জেলার কয়েকটি বাজারে সরেজমিনে দেখা গেছে সরবরাহ আগের মতো থাকলেও দাম বাড়ানো হয়েছে নিজেদের মতো করে।
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাজান গাজী ও পালাশ হেসেন জানান, ঈদের আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু ঈদের দুই দিন পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। পেঁয়াজ না আসায় বর্তমানে ৩৫ থেকে ৪৫ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক খুচরা ব্যবসায়ী জানান- যেমন কিনেছি, তেমনই তো বিক্রি করতে হবে। নইলে ব্যবসা করে কি লাভ? বড় বড় দোকানগুলোতে অভিযান চললে গর্তের সাপ বেরিয়ে আসবে।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলছেন, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও
মজুত রয়েছে। কিন্তু অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি
করে দাম বাড়াচ্ছেন।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনেরসহ সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপন বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা।
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির মামুন জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৬০-৬৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়ে থাকে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মে থেকে আমদানি বন্ধ রয়েছে। সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৮-৪৫ টাকায়। ৫-৭ দিন আগে এই পেঁয়াজের মূল্য ছিল ২৪-২৫ টাকা। খুচরা বাজারে আরও দুই টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য কমপক্ষে ১৫-২০ টাকা বেড়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। বর্তমানে এলসি পেঁয়াজ বাজারে নেই। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় আশা করি বাজারে কোনো প্রভাব পড়বে না।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ব্যবসায়ীরা নিজেদের মতো করে পেঁয়াজের দাম বাড়ালে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।