Top

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড

১৫ মে, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মোফাজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডাদেশপ্রাপ্ত মোফাজ্জল হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মৃত কেরামত আলীর ছেলে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা ও দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌহালী চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোফাজ্জল হোসেনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হলেও অন্যরা পালিয়ে যায়। অভিযান পরিচালনার সময় একটি ড্রেজার মেশিন, একটি আনলোড মেশিন ও দুইটি বাল্কহেড মেশিনও জব্দ করা হয়েছে।

শেয়ার