Top
সর্বশেষ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫ মে, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব – ১৭) -২০২১ এর  উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমূখ।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১২ টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় বাগুলাট ইউনিয়ন ফুটবল একাদশকে দুই – শূণ্য গোলে পরাজিত করে জয় লাভ করে শিলাইদহ ইউনিয়ন ফুটবল একাদশ।

 

শেয়ার