Top
সর্বশেষ

গাজীপুরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা

১৫ মে, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
গাজীপুরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ছেলের শোকে নারী পোশাক শ্রমিক আয়েশা আক্তার রিতু (২২) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

শনিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কফিল উদ্দিনের ভাড়া বাড়ি থেকে পুলিশ ওই নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আয়েশা আক্তার রিতু তার স্বামী জহিরুল ইসলাম ও চার বছরের ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বানিয়ারচালা এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গোন্ডেন রিফিট পোশাক কারখানায় চাকরি করছেন। গত প্রায় এক বছর ধরে পারিবারিক কলহের জেরে স্বামী জহিরুল ইসলাম ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান। পরে ছেলে হোসাইন আলীকে নিয়ে আয়েশা একাই ওই বাসায় বসবাস করে আসছেন।

সম্প্রতি নিহতের স্বামী এসে ছেলে হোসাইন আলীকে নিয়ে যান। এতে স্ত্রী আয়েশা ছেলের শোকে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে একমাত্র ছেলের শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার