Top
সর্বশেষ

শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ৩ জনের মৃত্যু

১৫ মে, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ
শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ৩ জনের মৃত্যু
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে পৃথক ঘটনায় একদি‌নেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।১৪ মে শ‌নিবার জেলা সদরে এক নারী, ঝিনাইগাতী উপজেলায় এক অটোচালক ও নকলা উপজেলায় এক কি‌শো‌রের মৃত্যু হয়।

পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে অটোচালক বিল্লাল হোসেন তার শ্বশুরবাড়ী পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতী মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে বেড়াতে যান। দুপুরে বিল্লালের শ্বশুর আমির হামজার পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি নিস্কাশন করা হচ্ছিল। এই বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নকলা উপজেলার উরফা ইউনিয়নের শালখা গ্রামের নজরুল ইসলামের ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী আবু সাঈদ বি‌কে‌লে বাড়ীর পা‌শে নতুন মসজিদে আসরের আযান দিতে যান। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মাইকের মাইক্রোফোনে হাত দেবার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

শেরপুর সদর উপজেলার মোবারকপুর মহল্লার মোবারকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাবলু মিয়ার স্ত্রী গৃহবধূ সুমী বেগম বি‌কে‌লে মাটির ঘর কাঁদামাটি দিয়ে লেপাপোছা করতে যায়। এসময় ঘরের টিনের বেড়ার কাছে থাকা ফ্রিজের সংযোগে ‌টিন বিদ্যুতায়িত হয়ে থাকায় ঘরের টিনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

শেয়ার