Top
সর্বশেষ

টয়লেটে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

১৪ জানুয়ারি, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
টয়লেটে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে বুধবার এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কলাবাগানের ৫৮ নর্থ সার্কুলার রোডের একটি বাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। টয়লেটে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ পাওয়া যায়। সুরতহাল করা হচ্ছে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হবে।

মরদেহ উদ্ধারের সময় বাসার গৃহকর্তা ছাড়া আর কেউ ছিলেন না বলে জানান তিনি।

শেয়ার