Top
সর্বশেষ

কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

১৬ মে, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে পূর্বের একটি ঘটনার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (১৫ মে) দিবাগত রাত ৮ টায় পেশকারহাট রাস্তার মাথায় চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হানিফ সবুজের ব্যক্তিগত কার্যালয়ের সামনে ও একই এলাকার জিরো পয়েন্টে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা এবং সংঘর্ষে লিপ্ত সবাই স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
আহতরা হলেন আবদুল্লাহ আল মাসুদ (১৯), শাহনেওয়াজ (২২), আবদুর রহি রনি (২৬), দুলাল (২৭), চরকাঁকড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নবী সীমেন (৬৫), নিরব (২৪), শাকিল (১৮), শুভসহ (১৭) কমপক্ষে ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পূর্বের একটি নারী ঘটিত ঘটনা’ নিয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে ২০-৩০ জন পেশকারহাট রাস্তার মাথায় চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হানিফ সবুজের ব্যক্তিগত কার্যালয়ে আসে।এরা সবাই চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সবুজ মেম্বারের ছোটভাই সাউথ আফ্রিকা প্রবাসী আবদুর রহি রনির নেতৃত্বে ওই কার্যালয়ে জড়ো হয়।
এ সময় চেয়ারম্যান হানিফ সবুজ বিবাদমান দুপক্ষের অভিযোগ শোনার সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চেয়ারম্যান হানিফ সবুজ উভয়পক্ষকে শান্ত হয়ে পরবর্তিতে এ বিষয়টি নিয়ে বসবেন বলে সবাইকে ওই কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলেন। এর কিছু সময় পরই পেশকারহাট রাস্তার মাথায় বিবদমান উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষে লিপ্তরা স্থান ত্যাগ করে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার