Top
সর্বশেষ

ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় শিশুসহ ৮০ জন নিহত

১৪ জানুয়ারি, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় শিশুসহ ৮০ জন নিহত

ইথিওপিয়ায় বেনিশানগুল-গুমুজ রাজ্যে ভয়াবহ হামলায় শিশুসহ ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।

বুধবার দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এই তথ্য জানান।

ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ রাজ্যের দালেত্তি নামে জায়গায় ১২ জানুয়ারি ৮০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টা থেকে ৭ টা নাগাদ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দালেত্তি গ্রাম মেটেকেল অঞ্চলে অবস্থিত যেখানে গত বছরের সেপ্টেম্বরে বন্দুক ও ছুরি দিয়েছে শত শত বেসামরিক লোককে খুন করা হয়। খবর আল জাজিরার।

মাশো আরও বলেছেন, এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি এবং হামলাকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। আমরা নিশ্চিত যে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলাকারীদের আটক করতে পারেনি।

মাশোর ভাষ্যমতে, মেটেকেল সংঘাতের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

শেয়ার