Top
সর্বশেষ

সিরাজগঞ্জে নিখোঁজ কলেজছাত্র রতনের দুই দিনেও সন্ধান মেলেনি

১৬ মে, ২০২২ ১:১০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নিখোঁজ কলেজছাত্র রতনের দুই দিনেও সন্ধান মেলেনি
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দিন ধরে নিখোঁজ কলেজেছাত্র রতন কুমার দত্তের (২৬) সন্ধান মেলেনি। নিখোঁজ রতন কুমার দত্ত উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার শ্রী রাম কুমার দত্তের ছেলে ও উল্লাপাড়া সরকারি আকবর আলী বিজ্ঞান কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ শিক্ষার্থীর বাবা শ্রী রাম কুমার দত্তের রোববার (১৫ মে) করা সাধারণ ডায়েরির (জিডি) বরাত দিয়ে তিনি জানান, উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা ও উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে স্নাতকের (সম্মান) শিক্ষার্থী রতন। করোনার কারণে ফলাফল ভালো না হওয়ায় বাবার সঙ্গে মুদি দোকানে বসতেন।

শনিবার (১৪ মে) বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেননি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাম্ব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কলেজ ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির পর থেকেই পুলিশ তাকে উদ্ধারের সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

শেয়ার