Top
সর্বশেষ

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬ মে, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে দাইন্যা ইউনিয়নের চারাবাড়ি নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন চারাবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরীর নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুনেছি লোকটি মানসিক ভারসাম্যহীন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সম্ভবত পানিতে পড়ে গিয়ে মারা গেছেন।

শেয়ার