Top
সর্বশেষ

কুড়িগ্রামের উলিপুরে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

১৬ মে, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :
কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর পা‌নি‌তে ডু‌বে আব্দুল্লাহ না‌মের তিন বছ‌রের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।
‌সোমবার( ১৬মে)  দুপু‌রে পৌরসভার আব্দুল হা‌কিম ডারারপাড় গ্রামে এ ঘটনা ঘ‌টে। নিহত শিশু‌টি ওই গ্রা‌মের জু‌য়েল হাসা‌নের পুত্র। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, ডারারপাড় কবরস্থানের পা‌শে শিশু‌টির মা ও দা‌দি ধান শুকা‌নোর কা‌জে ব‌্যস্ত ছিলেন। এসময় তা‌দের অজা‌ন্তে আব্দুল্লাহ পা‌শের এক‌টি গ‌র্তের পা‌নি‌তে ডু‌বে যায়। প‌ড়ে স্থানীয় লোকজন‌ তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।
শেয়ার