সাতক্ষীরায় পৃথক স্থান থেকে এক গৃহবধুসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার সকালে জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ উপজেলার চরদহ গ্রামে দুই সন্তানের জননী রোজিনা খাতুন নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে। চরদহ গ্রামের একটি ভাড়া বাসা থেকে রবিবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
এঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। এদিকে, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে সোমবার সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের শেখ রায়হান আলীর মেয়ে রোজিনা খাতুনের সাথে বছর দেড়েক আগে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার মোহনপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। নিহত গৃহবধু রোজিনা খাতুনের ভাই আবু হাসানের বরাত দিয়ে তারা জানান, রোজিনা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। আর্থিক অনটনে রোববার রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়ার এক পর্যায়ে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের শিকল লাগিয়ে পালিয়ে যায় তার স্বামী শফিকুল ইসলাম।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, রোববার রাতে রোজিনার মরদেহ তার ভাড়া বাসা চরদহ গ্রাম থেকে উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভাবের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মেঝেতে ফেলে দরজায় ছিকল তুলে দিয়ে স্বামী শফিকুল পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই আবু হাসান বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে আরো জানান ওসি।
এদিকে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। নিহতের পরনে ছিল নীল রঙের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরী রঙের হাফ হাতা গেঞ্জি। তিনি অরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।