নওগাঁর সাপাহার উপজেলার আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয় গেটের সামনে মানববন্ধনে অংশনেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এলাকার অভিভাবক ও সচেতনমহল। এর প্রতিবাদে আাইহাই গ্রামের অভিভাবক সিরাজুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও রুবেল হোসেন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ল্যাপটব চুরির বিষয়টি ধামাচাপা ও পক্ষপাতিত্ব করায় আমরা তার বিরুদ্ধে এ মানববন্ধন করেছি। বক্তারা আরোও জানান, গত ২৫ এপ্রিল সন্ধায় বিদ্যালয় থেকে ল্যাপটব চুরির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জণ সৃষ্টি হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক বিদ্যালযের নাইটগার্ড সেলিম রেজা সহ আরোও অনেকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
ল্যাপটবটি হারিয়ে যাওয়ার ১৮দিন পর রহস্যজনক ভাবে গত ১৩মে শুক্রবার বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ঘর থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মিলে পরিত্যাক্ত ঘরের তালা খুলে ল্যাপটবটি উদ্ধার করেন।
এর রহস্য উদঘাটনে বক্তারা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এবিষয়ে আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক এর সাথে দেখা করতে গেলে বিদ্যালয়ে তাকে পাওয়া যায়নি, পরে ফোনে তার সাথে যোগাযোগ করা হলে ফোনটি রিসিপ হয়নি।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি অভিযোগ দায়ের করেন এবং বিষটি তদন্তাধীন রয়েছে।