Top

লোহাগড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে মারপিটের অভিযোগ

১৬ মে, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
লোহাগড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে মারপিটের অভিযোগ
নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলিগাতী গ্ৰামের বাবু মোল্লার মেয়ে প্রিয়া খাতুন (২১) কে নড়াইল জেলার নড়াইল উপজেলার রামচন্দ্রপুর গ্ৰামের মুন্সি আসাদুজ্জামান এর ছেলে খসরুজ্জামান (পুলিশ সদস্য) এর সাথে ৩ বছর পূর্বে শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

প্রিয়া খাতুন গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, আমার স্বামী খসরুজ্জামানের সাথে বিয়ের পর থেকে ৬ মাষ সংসার জীবনে ভালো ছিলাম। কিন্তু এর পর থেকে আমার উপর স্বামী খসরুজ্জামান, দেবর চঞ্চল মুন্সি, চঞ্চল মুন্সীর স্ত্রী রোকেয়া মিলে প্রতিনিয়ত বেধড়ক মারপিট করে আসছে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গন ঘটনার বিবরণী জেনে ও বুঝে ওই পুলিশ সদস্য কে পরামর্শ দেয় তার স্ত্রীকে তার কর্মস্থলে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে তার কর্মস্থলে নিয়ে গিয়ে ও ঘরের দরজা বন্ধ করে অগণিত বার মারপিট করেছে বলে ও জানান প্রিয়া খাতুন।

গতকাল (১৫ মে) তারিখ প্রিয়া ও তার স্বামী কে প্রিয়ার বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে, প্রিয়ার বড় ভাই জিয়াউর মোল্লা ও রশিদুল মুন্সি প্রিয়ার স্বামীর বাড়িতে যায়, এবং প্রিয়া কে দিবেনা বলে প্রিয়ার স্বামী গালিগালাজ শুরু করে, তার উত্তর দিলে প্রিয়ার ভাই ও চাচা কে বেধড়ক মারপিট করে তাড়িয়ে দেয়।

তার পর প্রিয়ার উপর চালায় অমানুষিক নির্যাতন, অবশেষে প্রিয়াকে নড়াইল সদর থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করে এনে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি জানার জন্য নড়াইল সদর থানার এএসআই সুশান্ত কুমার রায় এর সাথে কথা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

শেয়ার