Top

সাত শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

১৬ মে, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
সাত শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার
হাজীগঞ্জ (চাঁদপুর)  প্রতিনিধি  :

 চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাত শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছেন অধ্যক্ষ আবু সাঈদ। রোববার এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষার্থীদের সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সাময়িক বহিস্কার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক বহিষ্কার তুলে নেয়া হবে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ আবু সাঈদ।

সাময়িক বহিস্কার হওয়া শিক্ষার্থীরা হলো এসএসসি পরীক্ষার্থী মাহতাব, মুস্তাকিন, মাহির, সোয়েব, রিফাত, দশম শ্রেণীর নাহিদ ও নবম শ্রেণীর এক শিক্ষার্থী।

ঘটনার বিবরণে জানা গেছে, নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে আফতাব নামের আরেক শিক্ষার্থী মুঠোফোনে উত্যক্ত করায় বড় ভাই হিসেবে এসএসসি পরীক্ষার্থী মাহতাব ও তার সহপাঠীদের কাছে নালিশ করা হয়। তারই ভিত্তিতে ওই ছাত্রের সাথে উভয় পক্ষের দুই দফা মারধরের ঘটনা ঘটে। পরে আফতাবের পরিবার হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু সাঈদের বরারবর একটি অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবু সাঈদ জানান, ঘটনাটি যেন আর না বাড়াবাড়ি হয়। তাই তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে আবেদন  করলে সাময়িক বহিস্কারের আদেশটি বিবেচনা করা হবে।

 

 

শেয়ার