Top
সর্বশেষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৬ মে, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া পেট্রল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (২৬) নিহত হয়েছে।

নিহত আবুল কালাম আজাদ সলঙ্গা থানার চক ছবিলা গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।

সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে মোটর সাইকেলযোগে স্থানীয় বাজারে যাচ্ছিল আবুল কালাম আজাদ। উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আবুল কালাম গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় তারা হাসপাতালে লাশ রেখে চলে যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার