Top
সর্বশেষ

টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন খায়রুল ইসলাম

১৬ মে, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন খায়রুল ইসলাম
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) খায়রুল ইসলাম।

সোমবার বিকেলে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল্যায়নের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় খায়রুল ইসলামকে টাঙ্গাইলের ১২ টি উপজেলার এসিল্যান্ডদের মধ্যে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, তার কর্মকালীন সময়ে রেকর্ড পরিমাণ সরকারি ভূমি উদ্ধার, ই-মিউটেশন কার্যক্রম, মিসকেস নিষ্পত্তি, রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান করায় তাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করেন।

এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) খায়রুল ইসলাম জানান, জনগণ সাংবাদিক সবার সহযোগিতায় কাজ করতে পারায় আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতেও কাজ করতে চাই। আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করায় আমি অনেক আনন্দিত।

উল্লেখ্য, গত ২০২০ সালের আগষ্টের ৩১ তারিখে খায়রুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

শেয়ার