Top

বগুড়ায় ফসলের ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

১৭ মে, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
বগুড়ায় ফসলের ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় গলায় রশি পেঁচানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭মে)  সকাল ৯টার দিকে শাহজাহানপুরে মানিক দিপা ফসলের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর বয়স আনুমানিক দশ বছর।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও  শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফসলের ক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে  কে বা কাহারা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ। আর যেহেতু এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে শীঘ্রই এর রহস্য উন্মোচন করা হবে।
শেয়ার