Top

ভোলায় সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু

১৭ মে, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
ভোলায় সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধি :

ভোলায় অটোরিক্সা ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে মাইশা (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই জুবায়ের।

সোমবার(১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ভোলা সদরের ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকায় জসিম উদ্দিনের কণ্যা।
স্থানীয় সূত্র জানাযায়, দুপুরের দিকে পরাণগঞ্জ এলাকায় যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকক্সার যাত্রী মাইশা ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আহত হন তার ভাই জুবায়ের।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার