Top
সর্বশেষ

দৈনিক ১০০ টাকার খাবার খায় ১১০ কেজির বাদশা!

১৭ মে, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
দৈনিক ১০০ টাকার খাবার খায় ১১০ কেজির বাদশা!
মো. জাহাঙ্গীর আলম , চাঁপাইনবাবগঞ্জ  :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় সিরোহি (বিড্রার) জাতের ১১০ কেজি ওজনের ছাগলের নাম বাদশা।
ছাগলটি লালন-পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটলা গ্রামের বদিউজ্জামান।
বলা হচ্ছে, এটিই জেলার সবচেয়ে বড় ছাগল বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়। বাদশাকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন।
বদিউজ্জামানের বাড়িতে গিয়ে কথা হয় হয় তার সঙ্গে। তিনি বলেন, গত দেড় বছর আগে ঢাকা থেকে এই সিরোহি জাতের ছাগলটি ৫০ হাজার টাকায় কিনে এনেছিল আমার ছেলে দুরুল হোদা। তখন থেকে লালন-পালন করছি। এখন বাদশার ওজন প্রায় ১১০ কেজি।
তিনি আরও বলেন, বাদশা দৈনিক প্রায় ১০০ টাকার খাবার খায়। প্রতিদিন নিয়ম করে দিনে তিন থেকে পাঁচবার খাওয়াতে হয় তাকে। এর মধ্যে বেশি পছন্দ বিভিন্ন গাছের পাতা। এছাড়াও তার খাদ্যতালিকাতে রয়েছে চাল, গম, ঘাস, কাঁঠাল পাতা, ডালের গুঁড়া।
বাদশার মালিক বদিউজ্জামান বলেন, বাড়িতে সবাই ছাগলটিকে খুব আদর করে। তাই সাবার সঙ্গেই সে মিশে যায়। ছাদের উপর সুন্দর করে ঠান্ডা স্থানে তার জন্য ঘর করা আছে সেখানেই বাদশা থাকে। সে খুব ঠান্ডা বাসস্থান পছন্দ করে। এখন বাদশাকে বিক্রি করলে প্রায় দেড় লাখ টাকা পাওয়া যাবে।
বদিউজ্জামানের ছেলে দুরুল হোদা জানান, যখন এই ছাগলটি কিনে এনেছিলাম, তখন তার ওজন ছিল প্রায় ১৫-২০ কেজি। আমাদের বাড়িতে এখন প্রায় ৫০টি ছাগল রয়েছে। আরও একটি ছাগল যার ওজন প্রায় ৭০ কেজি। সেই ছাগলটি বিক্রি করলে প্রায় ৫০ হাজার টাকা পাওয়া যাবে বলে আশা করছি।
বিশাল আকৃতির বাদশাকে দেখতে এসেছেন কানসাটের তরিকুল ইসলাম। তিনি বলেন, আমারও ইচ্ছে এমন কোন বড় জাতের ছাগলগুলো নিয়ে একটি খামার তৈরি করব। এর আগে এত বড় ছাগল আর কোনদিন দেখিনি। তাই দেখতে এলাম। তার নাম যেমন বাদশা দেখতেও বাদশার মতোই বিশাল।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী রনজিৎ চন্দ্র সিংহ মুঠোফোনে বলেন, গতবছর আমরা শিবগঞ্জেই ৯০ কেজি ওজনের একটি ছাগল দেখেছিলাম। সিরোহি জাতের ছাগল বানিজ্যিকভাবে তেমন পালন করা হয় না৷ তবে অনেকেই শখের বসে বাড়িতে লালন-পালন করে থাকে৷ প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, জেলায় এর থেকে বড় আর কোন ছাগল নেই বলে জানান তিনি।
শেয়ার