Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৭ মে, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার নামক স্থানে বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোছাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ আল মামুন সোমবার (১৬ মে) মোটরসাইকেল যোগে উত্তরবঙ্গ থেকে জামালপুর যাওয়ার পথে দুপুরে সীমান্ত বাজার এলাকায় পিছন থেকে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার