Top

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৭ মে, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক (ঢাকা মেট্রো-উ ১২১৪২২) ও বাইসাইকেলের সংঘর্ষে ইয়াছিন মিয়া (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭মে) সকালে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালাদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইয়াছিন স্থানীয় একটি আবাসন কোম্পানির মেসে বাবুর্চির চাকুরী করে আসছিলো।প্রতিদিনেরমত মঙ্গলবার (১৭মে) সকালে তার কর্মস্থলে যাওয়ার পথে কালাদী এলাকায় পৌছালে ব্যপরোয়া গতীতে সামনের দিক থেকে একটি কভার ভ্যান এসে তাকে ধাক্কা দিলে ঘটনস্থলেই তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।
ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।
শেয়ার