Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

১৭ মে, ২০২২ ১:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় প্রতিবেশী গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে আইনুল হক (৪৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত আইনুল হক গাড়াদহ গ্রামের আসানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১৬মে) সন্ধ্যায় যৌন নিপীড়নের শিকার এক গৃহবধূ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ মামলা দায়েরের পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আইনুলকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার