Top
সর্বশেষ

নওগাঁয় অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়, অতঃপর জরিমান

১৭ মে, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
নওগাঁয় অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়, অতঃপর জরিমান
মামুনুর রশীদ বাবু. নওগাঁ :

নওগাঁর বদলগাছীতে বোতলজাত সয়াবিন তেলের পূর্বের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২২০ লিটার তেল জব্দ করে ভোক্তাদের মাঝে পূর্বের মূল্য অনুযায়ী বিক্রয় করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এসময় শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে রবিউল স্টোরে বোতলজাত (১ লিটার) সয়াবিন তেল গায়ে পূর্বের মূল্য ১৬০ মুছে ফেলে ১৯৮ টাকা মূল্য বসিয়ে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টার দিকে ওই স্টোরে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং ওই স্টোরের মালিক রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এসময় ওই স্টোরে থেকে ২২০ লিটার বোতল জাত সয়াবিন তেল জব্দ করে পূর্বের ১৬০ টাকা মূল্যে সাধারন ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং বদলগাছী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার