Top
সর্বশেষ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭ মে, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়াতে পানিতে ডুবে শাকিব (৩) নামের এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মে) উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কৃষক খাইরুল ইসলামের ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে শাকিব ও সাজ্জাত নামের দুই শিশু খেলা করতে যায় বাড়ির পাশের পুকুরপাড়ে। এসময় শাকিব পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটি মারা গেছে বলে জানা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায় শাকিব। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শেয়ার