Top
সর্বশেষ

গোপালগঞ্জ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১৭ মে, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এ দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার সভাপতিত্বে সরকারীবঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্যৗ রাখেন।

শেয়ার