Top

বগুড়ায় আম কুঁড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৮ মে, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
বগুড়ায় আম কুঁড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বগুড়া প্রতিনিধি: :
বগুড়ার গাবতলীতে আম কুঁড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।
মঙ্গলবার(১৭মে) সন্ধ্যা ৬ টার দিকে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের তারাবাইশা গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, এদিন বিকেলে আম কুঁড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা।
মৃতরা হলো- মিরাজ  ও আয়েশা সিদ্দিকা। তারা দুজনই পাঁচ বছর বয়সী। মিরাজ তারাবাইশা গ্রামের মেহেদী হাসানের ছেলে ও আয়েশা একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঝড়ো বাতাস শুরু হলে মিরাজ ও আয়েশা বাড়ির পাশের গাছে আম কুঁড়াতে যায়। সেখানে অবস্থান করার এক পর্যায়ে তারা আমগাছের পাশের পুকুরে পড়ে যায়। তারা বাড়ি ফিরে না আসায় এর কিছুক্ষণ পরেই পরিবারের লোকজন দুজনকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন স্বজনরা।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার