Top

চুয়াডাঙ্গায় মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

১৮ মে, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় মারামারি থামাতে গিয়ে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে মারামারি থামাতে গিয়ে দুলাল হোসেন দুলু (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি স্থানীয়দের।
দুলাল হোসেন নতুন পাড়া গ্রামের মৃত ফ্যানা মন্ডলের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯ টার সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোংলা, কলম উদ্দীনের ছেলে বাদশাহ এবং রাজা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় পাশের চায়ের দোকানে বসে চা পান করছিলেন দুলাল হোসেন। এক পর্যায়ে তিনি মারামারি থামাতে যান। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন সাংবাদিকদের জানান, দুলাল হোসেন দুইমাস আগে স্ট্রোক করেছিলেন। ওই সময় তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তিও ছিলেন। মঙ্গলবার মারামারি থামাতে গিয়ে উচ্চস্বরে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ দুলাল হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছেন।
জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় দুলাল হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শেয়ার