Top
সর্বশেষ

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত

১৮ মে, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু ও নারী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় বুধবার (১৮মে) সকালে সড়ক দূর্ঘটনায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক শিশুসহ নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিক্সার চালক শফিকুল ইসলাম।

নিহতরা হলো- সদর উপজেলার বাঐতারা গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬) ও একই গ্রামের বায়োজিদের স্ত্রী রোজিনা সুলতানা (৩৭)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় অটোভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিল চালক।

এসময় একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী ও শিশু নিহত ও ভ্যান চালক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ভ্যান চালককে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান ওসি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার