ভোলার তজুমদ্দিনের মেঘনায় বাগদা চিংড়ির রেনু শিকার করতে গিয়ে মঞ্জু নামের এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল।
বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার স্লুইজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানাযায়, সকালে স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদার চিংড়ির রেনু শিকার করছিলেন জেলে মঞ্জু। হঠাৎ প্রবল স্রেতে রাতের টানে ভেসে যায় সে। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে নামেন।
এ তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছেন। বিকাল ৫ টায় এ রির্পোট লেখা পযর্ন্ত জেলে মঞ্জুর কোন খোঁজ পাওয়া যায়নি বলে এই কর্মকর্তা জানান।
এদিকে নিখোঁজ জেলে মঞ্জুকে খুঁজে না পাওয়ায় তার পরিবার শঙ্কিত ও দূশ্চিন্তায় মধ্যে রয়েছেন।