Top
সর্বশেষ

টাঙ্গাইলে এক সপ্তাহের ব্যবধানে আটার দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা

১৮ মে, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে এক সপ্তাহের ব্যবধানে আটার দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা

টাঙ্গাইলে এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি আটার দাম বেড়েছে ৫০০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। হঠাৎ দাম বাড়ায় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ঝগড়া সৃষ্টি হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, মিল থেকে দাম বাড়িয়ে দেওয়ায় বেশি দামে আটা বিক্রি করতে হচ্ছে। অপরদিকে মিলাররা বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এবং ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণার কারণে বেশি দামে আটা বিক্রি করতে হচ্ছে। আগের মতো গম আমদানি করতে না পারলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার সরেজমিনে, শহরের পার্ক বাজার, ছয়আনী বাজার, সিটি বাজার, আমিন বাজারসহ ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি আটার দাম ছিল ৩২-৩৩ টাকা। হঠাৎ দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪২-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা কিনতে আসা শান্ত কর্মকার বলেন, আগে ২৫-৩০ টাকা কেজি দরে আটা কিনেছি। সর্বশেষ গত সপ্তাহে ৩২ টাকা কেজি আটা কিনলেও আজকে আটা কিনতে হয়েছে ৪৩ টাকা করে। এভাবে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকে তাহলেও আমার মতো সাধারণ নিম্নবিত্ত মানুষদের না খেয়ে থাকতে হবে।

আটা কিনতে আসা বিশ্বাস বেতকা এলাকার নাজমুল মিয়া বলেন, হঠাৎ করে আটার দাম বাড়বে তা কখনো চিন্তা করি নাই। তাহলে বেশি করে আটা কিনে রাখতাম। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

রিকশা চালক কাদের মিয়া বলেন, এক সপ্তাহ আগে আটা কিনছি ৩২ টাকা কেজি দরে। আজ এসে দেখি ৪৫ টাকা কেজি করে বিক্রি করছে। এভাবে যদি সব কিছুর দাম বারে তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। সরকারের কাছে দাবি সব কিছুর দাম জানি স্বাভাবিক থাকে।

বিক্রেতা মোতালেব মিয়া বলেন, এক সপ্তাহ আগে ৫০ কেজি ওজনের এক বস্তা আটা কিনতাম ১ হাজার ৫শ টাকা দিয়ে। সেটি আজ কিনতে হয়েছে দুই হাজার টাকা দিয়ে। এর মধ্যে গাড়ি ভাড়া ও লেবার খরচ আছে। সব মিলিয়ে দুই টাকা লাভে ৪৪- ৪৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। গম না পাওয়ার কারণে আটার দাম বাড়ছে বলে জানিয়েছেন মিলাররা।

আরেক ব্যবসায়ী সাব্বির মিয়া বলেন, ইতোপূর্বে আটার দাম বেড়েছে কেজি প্রতি ২-৩ টাকা। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে কখনো ১০ টাকা বাড়তে দেখিনি। আমাদের যেমন কেনা তেমন বেচা। হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতার সঙ্গে ঝগড়ার সৃষ্টি হচ্ছে। আটার দাম কমলে আমাদের বিক্রিও বেশি হবে।

টাঙ্গাইল হক ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন জানান, দেশের উৎপাদিত গম দিয়ে আমাদের চাহিদা পূরণ হয় না। যে কারণে গম আমদানি নির্ভর। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে গমের সংকট দেখা দিয়েছে। ফলে বাজারে গমের দাম বাড়তে শুরু করেছে। আমদানি করা গম কিনে আটা উৎপাদন করায় খরচও অনেক বেশি হয়। অপরদিকে ভারত থেকে গম রপ্তানি বন্ধ করার ঘোষণার পর থেকে ইমপোর্টারদের কাছ থেকে চাহিদামতো আমরা গম কিনতে পারছি না।

তিনি আরও জানান, বাজারে গমের অভাব রয়েছে। গম না পাওয়ার কারণে আমরা স্বাভাবিক উৎপাদনেও যেতে পারছি না। গমের দাম মনে ৩০০ টাকা বৃদ্ধি পাওয়ায় বাড়তি দামে গম কিনতে হচ্ছে।

এর কারণে বস্তাপ্রতি আটার দাম ৫০০ টাকার অধিক দামে বিক্রি করতে হচ্ছে। আগে ১ হাজার ৪৫০ টাকা প্রতি বস্তা হলেও বর্তমানে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের বিক্রিও কম হচ্ছে। ফলে লাভও তেমন হচ্ছে না। মিলে যে পরিমাণ গম মজুদ আছে তা দিয়ে সর্বোচ্চ পাঁচ দিন মিল চালানো সম্ভব হবে। এরপর কীভাবে গম কিনবো তা নিজেও বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হলে আমাদের জন্য অনেক উপকার হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ও ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণার গুজব ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা আটার দাম বাড়িয়ে দিয়েছে। ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার