Top
সর্বশেষ

সিরাজগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮ মে, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো-তাড়াশ পৌর এলাকার সোনাভান বেগম (৪৫), ইয়ার আলী (৫১), দিঘুরিয়া গ্রামের ইয়াদুল মোল্লা (৩৪) ও মাধাইনগর গ্রামের শ্রী সুধাংশু বড়াইক (৫৫)।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপনসংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পৌর এলাকার
স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্টথানায় মামলা হয়েছে। এদিকে প্রায় দেড় মাস আগে ওসি শহিদুল ইসলাম জেলার রায়গঞ্জ থানা থেকে বদলী হয়ে তাড়াশ থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রনের জন্য ওই থানা এলাকার বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করেন। তিনি এ থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। বিশেষ করে এ অভিযানে এ পর্যন্ত ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার