Top
সর্বশেষ

ফরিদপুরে চেয়ারম্যানের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মহত্যা করলো হত্যাকারী

১৯ মে, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ
ফরিদপুরে চেয়ারম্যানের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মহত্যা করলো হত্যাকারী
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বয়াতীর বাড়িতে ঢুকে তার স্ত্রী সন্তানকে কুপিয়ে আহত করে এরশাদ নামে স্থানীয় এক সন্ত্রাসী। হাসপাতালে নেয়ার পথেই চেয়ারম্যানের শিশু সন্তানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্ত্রী।

বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে সন্ধ্যায় সোয়া ৭ টার দিকে একই উপজেলার আটরশি টিএন্ডটির পরিত্যাক্ত টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত এরশাদ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, চেয়ারম্যান মিজান বয়াতী ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে ১০ বছরের শিশু সন্তান রাফসানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্ত্রী দিলজাহান রত্না(৩৫)। বিকেল সাড়ে ৪ টার দিকে ওই গ্রামের সানু মোল্যার ছেলে এরশাদ নামে বখাটে ঘরের মধ্যে প্রবেশ করে চেয়ারম্যানের স্ত্রী ছেলেকে এলাপাথাড়ি কুপাতে থাকে। এসময় চেয়ারম্যানের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা আসলে এরশাদ পালিয়ে যায়। প্রতিবেশী দুইজনকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক রাফসানকে মৃত্যু ঘোষনা করে। রত্নার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানিয়েছে, এরশাদ তার বউকে নির্যাতন করতো। সেই নিয়ে ঈদের পরে একাধীকবার শালিস হয়। শালিস করেছিলেন চেয়ারম্যান। গত কয়েক দিন আগে সেই বউয়ের সাথে এরশাদের বিবাহ বিচ্ছেদ হয়। শালিসের সিদ্ধান্ত পক্ষে না যাওয়াতে চেয়ারম্যানের উপর ক্ষুব্দ ছিল এরশাদ। সেকারনেই এই হামলা বলে স্থানীয়দের ধারনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, স্ত্রীর অবস্থা গুরতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ঘটনার মূল অভিযুক্ত এরশাদ মোল্যা, আটরশি এলাকার পরিত্যাক্ত টিএন্ডটি টাওয়ারে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরশাদকে উঠতে দেখে স্থানীয়রা তাকে প্রথমে নিষেধ করে, পরে পুলিশকে জানায়, পুলিশ পৌছানোর আগেই সে লাফ দিয়ে নিচে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি নিচ্ছে।

এদিকে চেয়ারম্যানের সন্তানের মৃত্যুর খবর গ্রামে গিয়ে পৌছোলে চেয়ারম্যানের সমর্থকরা হামলাকারী এরশাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

শেয়ার