জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্প্রতিবার ভোরে পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে ১৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট তসলিম উদ্দিনকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তসলিম উদ্দিন (৩৫) পৌর এলাকার হাসপাতাল পাড়ার ফজলু মিয়ার ছেলে।
থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই সৈকত পাড়ে, এএসআই ইমামুল হোসেন ও এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্ততে পৌর এলাকার হাসপাতাল পাড়ার ফজলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট তসলিম উদ্দিনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার বসত বাড়ির পানির টিউবওয়েলের বর্জ পানির গর্তের অভিনবো কায়দায় লুকিয়ে রাখা পানির নিচ থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
এব্যাপারে ওসি আব্দুল খালেক জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অতি চাতুরতার সাথে মুদি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এই সংবাদ আমরা জানতে পেরে আমাদের নিয়োগ করা সোর্সের তথ্য মতে আজ তাকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।