Top
সর্বশেষ

এক হাজার টাকাতেও মিলছে না ৪০০ টাকার শ্রমিক

১৯ মে, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
এক হাজার টাকাতেও মিলছে না ৪০০ টাকার শ্রমিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ভারত থেকে আসা উজানের অতিরিক্ত পানিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বন্যায় তলিয়ে গেছে প্রায় তিন হাজার বিঘা জমির ধান। পুনর্ভবা নদীর পানি ঢুকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইনসহ কয়েকটি বিলে কৃষকদের ধান প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার আগে কেটে রাখা ধান ও পানিতে তলিয়ে থাকা ধান তুলতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। তীব্র আকারে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট।
সরেজমিনে গিয়ে কথা হয় কৃষক ও ধানকাটা শ্রমিকদের সাথে। তারা জানায়, স্বাভাবিক সময়ে ৩০০-৪০০ টাকা করে দিনমজুর হিসেবে ধানকাটা শ্রমিক পাওয়া গেলেও, বন্যায় ধান প্লাবিত হওয়ার পর এক হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। বিশাল অংক দেখে স্থানীয় রাজমিস্ত্রী, দোকানদার, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে ধান কাটার শ্রমিকের কাজে।
রাধানগর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামের কৃষক আবুল আক্তার টুকু বিল কুজাইনে ১২ বিঘা জমিতে ধান চাষাবাদ করেছেন৷ তিনি বলেন, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। বন্যার পানিতে সবকিছু শেষ হয়ে গেছে। গত তিন দিন থেকে ১৬টা করে শ্রমিক আমার ধান পানি থেকে তোলার কাজ করছে। সবাইকে ১০০০ টাকা করে দিনমজুর দিতে হচ্ছে। সার পানি হাল চাষাবাদ সব বাদ দিয়ে ধান কাটতেই যদি এক হাজার করে টাকা লাগে, তাহলে আমরা কেমনে বাঁচব? চিন্তায় মনে হচ্ছে ক্ষুধা পর্যন্ত লাগেনি।
আক্কেলপুর গ্রামের কৃষক আবুল কালাম জানান, আমার ধান কেটে রাখার পরই বিলে পানি চলে আসে। এখন আঁটি করা অবস্থাতেই পানির নিচে রয়েছে আমার ধান। এগুলো দ্রুত না উঠালে গেজে যাবে এবং ধান নষ্ট হয়ে যাবে। এমনকি অনেক ধানের আঁটি ভেসে বাইরে চলে যাচ্ছে। গত তিনদিন থেকে শ্রমিক খুঁজছি, কিন্তু পায়নি। বুধবার তিনজন শ্রমিককে নিয়ে ধান উঠানোর কাজ করছি। ১০০০ টাকা করে দিয়েও শ্রমিক পাওয়া যা না।
১০ বিঘা জমি চাষাবাদ করেছেন কৃষক আব্দুল হামিদ বলেন, আমরা জমিগুলো ইজারা নিয়ে চাষাবাদ করি। বিঘাপ্রতি জমির মালিককে দিতে হয় ১০-১২ হাজার টাকা। সার পানি শ্রমিক খরচ হয় আর অন্তত ১০ হাজার। এরপর পানিতে তলিয়ে যাওয়া ধান উঠাতে শ্রমিককে দিতে হচ্ছে দৈনিক এক হাজার টাকা। একদিকে তো পানিতে ধান প্লাবিত হয়ে ফলন কমছে, অন্যদিকে খরচ বেড়েছে অনেক বেশি। সবমিলিয়ে বিঘাপ্রতি ৩-৫ হাজার টাকা লোকসান হবে।
ধানকাটা শ্রমিক তসলিম উদ্দীন জানান, অন্যান্য বছরে বাইরে থেকে ধানকাটা শ্রমিক আসার কারণে এখানে শ্রমিক সংকট থাকে না। বাইরের শ্রমিক এবারও এসেছিল, কিন্তু বন্যার পানি আসার সাথে সাথে তারা চলে গেছে।
একারণেই মূলত শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়েই এক হাজার টাকা দিয়েও শ্রমিক নিতে হচ্ছে। কারন এখন টাকার পরিমানের দিকে দেখে বসে থাকার সময় নাই। সব ধান পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
আরেক শ্রমিক সাইফুল ইসলাম বলেন, এক মন ধানেও একজন ধানকাটা শ্রমিক পাওয়া যায় না। কারন এসব ধান পানির নিচে থেকে নষ্ট হয়ে গেছে। অন্যান্য ধানের মতো দাম পাওয়া যাবে না এসব ধানে। বিল কুজাইনের বন্যায় প্লাবিত ধানগুলো বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকা মণ হিসেবে। অথচ স্বাভাবিকভাবে একই জাতের ধানের দাম ১০৫০-১১০০ টাকা করে। শ্রমিক সংকট থাকায় এলাকায় বিভিন্ন পেশার যেমন রাজমিস্ত্রী, শিক্ষার্থী ধানকাটা শ্রমিকের কাজ করছে বলে জানান তিনি।
সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, সোনার ফসল ঘরে তুলতে এখন বিপাকে পড়েছেন কৃষকেরা। ধানকাটা শ্রমিকদেরকে দৈনিক ১ হাজার টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না। এমনকি ছোট ছোট কিশোরদেরকেও কাজে নেয়া হচ্ছে ৬০০-৭০০ টাকা করে। ইতোমধ্যে ৩ হাজার বিঘা জমির ধান প্লাবিত হয়েছে। এছাড়াও বিল কুজাইনসহ আশেপাশের কয়েকটি বিলে প্রায় ১২ হাজার বিঘা ফসলী জমি বন্যার হুমকিতে রয়েছে। প্রতিদিন যত পানি বাড়ছে শ্রমিক সংকট ততো বাড়ছে।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, বিল কুজাইনের পানি প্রবাহ প্রতিনিয়ত বাড়ছে। আর পানি না কমলে ধান প্লাবিত হয়ে পানির নিচে থেকে নষ্ট হয়ে যাবে। এমনকি স্রোত ও দীর্ঘ সময় পানি থাকলে সম্পূর্ণ ধান না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষক ভাইয়েরা এখন শ্রমিকের মজুরির দিকে না দেখে দ্রুত ঘরে তুলতে চাইছেন। অন্যান্য বছরের তুলনায় এবার পানির স্রোত বেশি ও পানি বাড়ার হারও বেশি। তাই প্লাবিত এলাকা থেকে পানি খুব কম সময়ের মধ্যে কমার সম্ভাবনা খুবই কম। এমনকি কৃষকদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বলে জানান তিনি।
শেয়ার