Top
সর্বশেষ

উলিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

১৯ মে, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
উলিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 
 উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর  উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বুধবার ১৮ ই মে কুড়িগ্রাম  জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রাজু আহমেদ  ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের উলিপুর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে  সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে অতি দ্রুত উলিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
সেই সঙ্গে নতুন পদপ্রত্যাশীদের আগামী ২৮ মে (১০ কার্যদিবস)  এর মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অথবা Kurigramzila.bsl@gmail.com এ জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার সত্যতা স্বীকার করে বিলুপ্ত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রুবেল জানান, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে।
সামনের দিনে যারাই নতুন নেতৃত্বে আসুক তারা যেন ভালভাবে প্রিয় সংগঠনটি পরিচালিত করেন এইটাই প্রত্যাশা করি। আমরা আশা রাখি মেধাবি ও স্বচ্ছভাবমুর্তির ছাত্ররাই কমিটিতে স্থান পাবে। নতুন কমিটি চাইলে আমরা তাদের যাবতীয় সহযোগীতা করবো।
শেয়ার