Top
সর্বশেষ

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী খুন, আহত ২

১৯ মে, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী খুন, আহত ২
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি ড্রেন নিয়ে প্রতিবেশীদের মধ্যে দুটি পক্ষের মারামারিতে ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জাহেদুল ইসলাম (১৮)। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

বুধবার (১৮ মে) রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাহিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- একই এলাকার রায়হান হোসেন চৌধুরী সানি (২১) ও ইয়াসিন আরাফাত সাগর (১৬)। সানি স্থানীয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর সাগর এবার এসএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। নিহত জাহেদুল ইসলাম (১৮) পৌরসভার চৌধুরীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, ফের হামলার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এলাকায় একটি ড্রেন নিয়ে প্রতিবেশীদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। এ নিয়ে আগেও ঝগড়া, মারামারি হয়েছে।

গতকাল বুধবার রাতে একপক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপরপক্ষের ওপর হামলা করতে যায়। তবে মারামারির মধ্যে তারাই পাল্টা আক্রমণের শিকার হয়। নিহত তরুণ হামলা করতে গিয়েছিল। আহতরাও তাদের পক্ষের।’

শেয়ার