Top

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল আরোহী নিহত

১৯ মে, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল আরোহী নিহত
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্টো-ট-১১-৬৯২৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফ(৩৫) নামে এক মোটরসাইকেল  আরোহী।
বৃহস্পতিবার(১৯মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আরিফ(৩৫)শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার এস আই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি  ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার সাথে পৃষ্ঠে যায়।
এ বিষয়ে  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার