Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বিলের জলাবদ্ধায় আটকে আছে কৃষকের স্বপ্ন

১৯ মে, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিলের জলাবদ্ধায় আটকে আছে কৃষকের স্বপ্ন
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর লটাগাড়ি বিল এলাকা জলাবদ্ধতার সৃষ্টি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পাকা ইরি-বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এতে কৃষকের জমির ধান জমিতেই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসে দফায় দফায় প্রবল বৃষ্টিতে ওই বিল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে থাকলেও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। এতে অধিকাংশ জমির ধান বৃষ্টির পানিতে এখন ডুবে গেছে। এ ধান কেটে বাড়িতে নেয়ার কাঁচা রাস্তাটিও পানিতে নিমজ্জিত হয়ে কাঁদার সৃষ্টি হয়েছে। এ ধান কাটা ও মাড়াই কাজে বেশি টাকা মজুরি দিয়েও এখন কোনো শ্রমিক/কামলা মিলছেনা। এ কারণে ওই বিল এলাকার শত বিঘা জমির ধান এখনও কাটতে পারছেনা কৃষকরা। স্থানীয় কৃষকেরা জানান, জমির ধান অনেক আগে পেকে গেলেও জলাবদ্ধতার কারণে কাটা সম্ভব হচ্ছেনা। এবার এ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে এবং এখনও এ ধান জলাবদ্ধতার মধ্যে রয়েছে। এছাড়া কামলার মজুরি বেশি ও বাজারে এখন ধানের দাম কম থাকায় এ ধান কাটতে তেমন আগ্রহ নেই।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন বলেন, এ উপজেলায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রবল বৃষ্টির কারণে ওই বিলের অনেক জমির পাকা ধান ডুবে গেছে। তবে আবহাওয়া পরিস্থিতি এখন কিছুটা ভালো দেখা যাচ্ছে। ডুবে যাওয়া ধানগুলো এখন কাটার প্রস্তুতি নিচ্ছে কৃষকেরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে ওই
অঞ্চলের কৃষকের কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার